Alhaj Mostafizur Rahman College

Upazila-Lohagara,Chattogram

EIIN:104588, N.U.CODE:4355, College Code:3927
Notice
একাদশে বিভিন্ন বিভাগে বিশেষ ছাড়ে ( ভর্তি ফি ও মাসিক বেতন ) ভর্তি চলছে || This site is under developing by www.aaronweb.com || অনলাইনে এইচ,এস,সি বিভিন্ন বিভাগে ভর্তি চলছে || অনার্সে ( হিসাববিজ্ঞান,ব্যবস্থাপনা,অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে) রিলিজ স্লিপে ভর্তি চলছে

অধ্যক্ষের বাণী

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি ইত্যাদি ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা,বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে-“আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ”।এই উদ্দ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় অবস্থিত এবং ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ একটি 
মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। প্রায় চার একর জুড়ে বিস্তৃত এই কলেজটিতে সুপরিকল্পিত 
একাডেমিক এবং প্রশাসনিক ভবন রয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব,
 আইটি সুবিধা, একটি মাল্টিমিডিয়া রুম, লাইব্রেরি এবং খেলার মাঠ। 
উৎকর্ষতার জন্য স্বীকৃত, প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে দুবার "সেরা কলেজ" খেতাব অর্জন করেছে এবং এর 
অধ্যক্ষ ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের সময় "সেরা অধ্যক্ষ" হিসেবে সম্মানিত হয়েছেন। 
নিবেদিতপ্রাণ অনুষদ এবং একটি লালন-পালন পরিবেশের সাথে, কলেজটি ক্রমাগত উচ্চ-প্রাপ্তিশীল শিক্ষার্থী 
তৈরি করে এবং আঞ্চলিক শিক্ষা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে।