Alhaj Mostafizur Rahman College

Upazila-Lohagara,Chattogram

EIIN:104588, N.U.CODE:4355, College Code:3927
Notice
একাদশে বিভিন্ন বিভাগে বিশেষ ছাড়ে ( ভর্তি ফি ও মাসিক বেতন ) ভর্তি চলছে || This site is under developing by www.aaronweb.com || অনলাইনে এইচ,এস,সি বিভিন্ন বিভাগে ভর্তি চলছে || অনার্সে ( হিসাববিজ্ঞান,ব্যবস্থাপনা,অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে) রিলিজ স্লিপে ভর্তি চলছে

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ কেন্দ্রে এইচ এস সি-২০২৫ পরীক্ষা বিধি মোতাবেক সম্পন্ন হচ্ছে।

আলহাজ্ব  মোস্তফিজুর রহমান কলেজ কেন্দ্রে এইচএসসি‑২০২৫ পরীক্ষা শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হচ্ছে। দেশের মোট ১২ লাখ ৫১ হাজার জন শিক্ষার্থী একই সময়ে অংশ নিচ্ছে; পরীক্ষা শুরু হবে ২৬ জুন ২০২৫ থেকে এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত, এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত । প্রতিটি পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রের নিয়ম অনুসারে পরীক্ষার ৩০ মিনিট পূর্বে স্থান গ্রহণ করতে হবে, যেটি বেলা ৯:৩০ বা ১:৩০ সময় নির্ধারিত হয় ।

প্রথমে বহুনির্বাচনী (MCQ) কাগজ বিতরণ ও উত্তরপত্র গ্রহণ করা হয়, এরপর সৃজনশীল (CQ) রচনামূলক পরীক্ষা শুরু হয়। MCQ‑তে ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট সময় এবং CQ‑তে ৭০ নম্বরের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকে; ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে MCQ ২৫ মিনিট এবং CQ ৫০ নম্বরের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় দেওয়া হয় । MCQ ও CQ‑এর মধ্যে কোনো বিরতি রাখা হয়নি; পুরো পরীক্ষা বিরতিহীনভাবে চলে ।

পরীক্ষার্থীরা প্রবেশপত্র তাদের নিজ কলেজ থেকে সংগ্রহ করেছে এবং কেন্দ্রগুলোতে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড অনির্ভুলভাবে OMR ফরমে পূরণ করা বাধ্যতামূলক । কেন্দ্র সচিব ছাড়াও কোনো ব্যক্তিকে মোবাইল ফোন ব্যবহারে অনুমতি নেই এবং পরীক্ষার্থীরা মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন না ।

এছাড়া, শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর অনুমোদিত; প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ । প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে শক্ত নিরাপত্তা ব্যবস্থাও প্রযোজ্য।

সর্বোপরি, কলেজ কেন্দ্রটি বোর্ড কর্তৃক নির্ধারিত সকল পরীক্ষানিয়ম মেনে অত্যন্ত পরিকল্পিতভাবে এইচএসসি‑২০২৫ পরীক্ষা সম্পন্ন করছে, যাতে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ পরীক্ষা পরিবেশ নিশ্চিত করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *